আজ খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, রোজঃ

ফ্রি রক্ত পরিক্ষা মানবতার বাতিঘরে

” স্বেচ্ছায় করি রক্ত দান
হাসবে রোগী, বাঁচবে প্রাণ “

” সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে “

আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ঘন্টাঘর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পযুন্ত কার্যক্রমটি চলে । এটির আয়োজন করেন ” মানবতার বাতিঘর ” নামক একটি অরাজনৈতিক মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে ২৫০ জন লোকের রক্ত পরিক্ষা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আল – মামুদ সাদাত (শুভ) ও ডা: রশিদুল ইসলাম প্রধান যুগ্ন আহ্বায়ক মানবতার বাতিঘর। এছাড়াও আব্দুল্লাহ আল হাবিব,সভাপতি, ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর, সাজ্জাদ হুসাইন সাগর, সাধারন সম্পাদক, ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর,মাজেদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক , ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর। এবং অপু, দিপু, মাজদার, আজিমুল, রাসেল,সোয়েব সহ মানবতার বাতিঘর এর সকল সদস্য বৃন্দ ।
কার্যক্রমটি সঠিক ভাবে পরিচালনা করতে মাস্ক ও সবার হাতে জীবাণুনাশক সলিউশন দেওয়া হয় এবং সামাজিক দুরত্ব সজায় রাখা হয় ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url