মানবতার বাতিঘর এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
" সকলের তরে সকলে অামরা, প্রত্যেক অামরা পরের তরে "
অাজ শনিবার ২৬শে ডিসেম্বর ২০২০ইং ভালোবাসার সংগঠন " মানবতার বাতিঘর " এর উদ্যোগে এবং কিছু সংখ্যক মানবিক মানুষের অার্থিক সহযোগিতায় ও সেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে ১০০ জন গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ঘন্টাঘর অাদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরন করা হয়।
গরীব শীতার্তদের কথা চিন্তা করে এই করোনা কালিন সময়ে তাদের পাশে থাকতে সব সময় ব্যাস্ত এই মানবতার বাতিঘর। এবং তাদেরকে সাহায্য করতে এই মানবতার বাতিঘর এর জন্ম।
এই শীতবস্ত্র বিতরন করতে অনেকেই অনেক ভাবে সাহায্য করেছেন। এমনকি ফেইসবুক অনলাইনের মাধ্যমেও অনেকেই অার্থিক ভাবে সাহায্য করেছেন। এই শীতবস্ত্র ক্রয়ে মোট ১৬,৪৭০ টাকা খরচ করা হয়। এদের মধ্য অনলাইন এর মাধ্যমে অনুদান ৬,২২০ টাকা। এবং অাফলাইনে অনুদান ১০,২৫০ টাকা।
অাসুন অামরাও বাঁচি অন্যদের কেও বাঁচতে সাহায্য করি। অন্যের কষ্টে অামরাও কষ্ট অনুভব করি।
উপস্থিত ব্যাক্তিবর্গ : ডাঃ রশিদুল ইসলাম, আজিমুল ইসলাম রাজু, আল-মামুন সাদাত শুভ, রাসেল হোসাইন, মাজেদুর রহমান, অপু মহান্ত, দিপু মহান্ত,নিশাত মাহমুদ, দিলিপ রায়, রুবেল ইসলাম সহ সংগঠনের আরও অনেক সদস্যবৃন্দ।
good