মানবতা২৪.কম এর এ্যাডমিন অাল অামিন ইসলাম প্রথম বারের মতো একজন রক্তশূন্যতা মাকে রক্তদান করলেন
চিরিরবন্দর, দিনাজপুর :
একজন বয়স্ক মা (৬০) এর রক্তশূন্যতার কারনে দুই ব্যাগ রক্তের প্রয়োজন হওয়ায়। এক ব্যাগ ম্যানেজ হলেও অার এক ব্যাগ মেনেজ না হওয়ায়। মানবতা২৪.কম এর এ্যাডমিন চিরিরবন্দর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এ উপস্থিত থাকায় এবং রক্ত মেনেজ না হওয়ায় নিজেই প্রথম বারের মতো রক্তদান করলেন।
মানবতার কর্মী মানবতার কাজ করে প্রমান করিয়ে দিলেন যে তাদের মনে সত্যিই মানবতা অাছে।
সবাই তার জন্য দো'অা করবেন যেনো এভাবে উনি মানব সেবা করিয়ে যেতে পারেন।
good