দ্বিতীয় বার রক্তদান সম্পন্ন করলেন চিরিরবন্দরের ছেলে নুর আমিন ইসলাম
টিকে থাকুক রক্তের বন্ধন"
আলহামদুলিল্লাহ...
দিনাজপুর জেলা চিরিরবন্দর থানা খোচনা গ্রামের নূর আমিন ২৯/১২/২০২৪ইং রোজ : রবিবার। বাসা থেকে ছুটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ গিয়ে একজন কিডনি ড্যামেজ অপারেশন রোগী কে ২তম বারের মতো A+ রক্ত দান করলেন।
নূর আমিন মানবতা২৪. কম এর ৭৫ নাম্বার রক্তদাতা তাই আমাদের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আশা করি আগামীর দিনগুলো ও তিনি এভাবেই আমাদের সাথে থেকে রক্তদান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। আমাদের পক্ষ থেকে তার জন্য রইলো দোয়া ও আশীর্বাদ।
ছবি পোস্ট করা হয় মানুষকে দেখানোর জন্য নয়,ঘুমন্ত মানুষকে এই মেসেজের মাধ্যমে জাগিয়ে তোলার জন্য।
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url