আজ খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, রোজঃ

দ্বিতীয় বার রক্তদান সম্পন্ন করলেন চিরিরবন্দরের ছেলে নুর আমিন ইসলাম

 


"রক্তই হোক প্রাণের স্পন্দন

টিকে থাকুক রক্তের বন্ধন"

আলহামদুলিল্লাহ...

দিনাজপুর জেলা চিরিরবন্দর থানা খোচনা গ্রামের নূর আমিন ২৯/১২/২০২৪ইং রোজ : রবিবার। বাসা থেকে ছুটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ গিয়ে একজন কিডনি ড্যামেজ অপারেশন  রোগী কে ২তম বারের মতো A+ রক্ত দান করলেন।

নূর আমিন মানবতা২৪. কম এর ৭৫ নাম্বার রক্তদাতা তাই আমাদের পক্ষ থেকে  তাকে অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। আশা করি আগামীর দিনগুলো ও তিনি এভাবেই আমাদের সাথে থেকে রক্তদান করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করবে। আমাদের পক্ষ থেকে তার জন্য রইলো দোয়া ও আশীর্বাদ।

ছবি পোস্ট করা হয় মানুষকে দেখানোর জন্য নয়,ঘুমন্ত মানুষকে এই মেসেজের মাধ্যমে জাগিয়ে তোলার জন্য।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url