আজ মানবতা২৪.কম এ ১৫০ জন একটিভ রক্তদাতা সদস্য সম্পূর্ণ হলো
আলহামদুলিল্লাহ...
আজকে আমাদের মানবতা২৪.কম এর ১৫০ জন রক্তদাতা পূর্ণ হলো।
আপনাদের আগ্রহে ও প্রচারে দিনে দিনে আমাদের সদস্য বেড়ে চলেছে। আমরা চাই আপনাদের ব্যাপক শেয়ার এ খুব কম সময়ে সারাদেশের মধ্যে আমাদের পরিচিতি টা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই নিজ নিজ ফেইসবুক এ আমাদের বার্তা টি পোষ্ট করবেন এবং আপনাদের সকলের মতামত গুলো আমাদের বলবেন। আমরা আপনাদের মতামতের ভিত্তিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আমরা চাই আমাদের এই ওয়েব সাইটের মাধ্যমে যেনো যে কেউ খুব সহজেই কাংক্ষিত রক্তদাতা কে খুঁজে পায়।
আমাদের সাইটের কাজ হলো রক্তদাতা অ্যাড করা এবং রক্তদাতা সার্চ করা।
আমাদের সাইটে এসে উপরের সার্চ অপশন থেকে স্থানের নাম এবং রক্তের গ্রুপ লিখে সার্চ করলেই কাংক্ষিত রক্তদাতা কে খুঁজে পাবেন। ওখান থেকে রক্তদাতার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। রক্তদাতার ঠিকানা, নাম্বার, ফেইসবুক আইডি, এবং ইমেইল পেয়ে যাবেন।
তাই আপনাদের পরিচিত যারা রক্তদান করেন তাঁদের কে আমাদের সাথে যোগাযোগ করতে বলে এখনি অ্যাড হতে বলেন।
আমাদের সাইটে অ্যাড হতে হলে আপনাদের কে আমাদের ফরম টি আগে পূরণ করে দিতে হবে, সাথে ১টি বা ২টি নিজের হাফ ফটো দিতে হবে। ফরম টি দিলে আমরা আপনাদের কে ১টি কভার ফটো আর ১টি শিরোনাম ফটো দিবো সাথে আমাদের সাইটে আপনার অ্যাডকৃত লিংক টি দিবো। তাহলেই বুঝতে পারবেবেন যে আপনাকে আমাদের সাইটে অ্যাড করা হয়েছে।
আর আমাদের সাইটের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন কিংবা আমাদের সাইটে গিয়ে একেবারে নিচে গিয়ে নিজের জিমেল দিয়ে আমাদের নিউস এর আপডেট নোটিফিকেশন টি চালু করুন ।
আপনাদের যাদের রক্ত দেওয়ার সময় হবে আপনারা আমাদের কে বলবেন আপনাদের কে একটা পিক সাজিয়ে দেওয়া হবে ওটা ফেইসবুক এ পোষ্ট করতে পারবেন।
কারো রক্ত লাগলে আমাদের মেসেঞ্জার গুরুপে ইনবক্স করবেন।
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url